Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

অর্জনসমূহ
  • উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এর বহিঃবিভাগ, অন্তঃবিভাগ ও জরুরী বিভাগের সেবার মান ও যন্ত্রপাতির মান
  • উন্নতীকরণ।
  • ইপিআই কভারেজ হার বৃদ্ধিকরণ। (এমআর ৯৯% এ উন্নীতকরণ)
  • নরমাল ডেলিভারির সংখ্যা ও মান বৃদ্ধি।
  • সিজারিয়ান সেকশন চালুকরণ।
  • যক্ষ্মা শনাক্তকরণ হার বৃদ্ধি।
  • আইএমসি কর্ণার ও শিশু বিভাগে চিকিৎসার মান বৃদ্ধি।
  • হাসপাতালের বেড অকুপেন্সি রেট বৃদ্ধি।
  • এএনসি কর্ণারে এএনসি ও পিএনসি এর মান ও সংখ্যা বৃদ্ধি।
  • জরায়ু ক্যান্সার স্ক্রিনিং এর মাধ্যমে হার বৃদ্ধি।
  • কোভিড-১৯ রোগ নিয়ন্ত্রণ ও ভ্যাক্সিন প্রদান হার বৃদ্ধি করা।
  • কমিউনিটি ক্লিনিক হতে রেফারকৃত রোগীর সংখ্যা বৃদ্ধি।
  • নবজাতক ও ৫ বছরের কম বয়সী শিশু মৃত্যুহার হ্রাস।
  • মাতৃমৃত্যু হার হ্রাসকরণসহ মা ও শিশু স্বাস্থ্য সেবা জোরদারকরণ।
  • এক্সরে মেশিন এর মাধ্যমে সেবা বৃদ্ধি।
  • আলট্রাসনোগ্রাম মেশিন এর মাধ্যমে সেবা বৃদ্ধি।
  • ইসিজি মেশিন এর মাধ্যমে সেবা বৃদ্ধি।
  • ডিজিটাল এ -রে এবং জীন এ পার্ট মেশিনের মাধ্যমে টি.বি. রোগী সনাক্তকরণ।
  • নৈতিকতা বজায় রেখে সু্ষ্ঠু কার্যক্রম পরিচালনা।