Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

এক নজরে

বাংলাদেশের চট্টগ্রাম বিভাগে ব্রাহ্মণবাড়িয়ায় জেলায় আশুগঞ্জ অবস্থিত। এই উপজেলার সর্বমোট জনসংখ্যা-২১০৩৩২  জন। ০৭টি ইউনিয়ন (প্রশাসনিক ০৮টি)  আশুগঞ্জ উপজেলা গঠিত। এই উপজেলাটি শিল্প ও বন্দর নগরী, রয়েছে ২০০শ এর অধিক চাতালকল। 

এই উপজেলায় বহিরাগত দরিদ্র জনগোষ্ঠী  স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্য সেবা গ্রহণে নির্ভরশীল। অবকাঠামো হিসেবে ৫০ শয্যা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ০২ টি ইউনিয়ন সাব সেন্টার, ০৫টি ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র এবং ১৫ টি কমিউনিটি ক্লিনিক চালু রয়েছে। তথাপি এখানে বিগত ০৩ বৎসর যাবৎ স্বাস্থ্য খাতে ব্যাপক উন্নতি এবং উল্লেখযোগ্য সাফল্য অর্জিত হয়েছে। এ উপজেলায় দক্ষ ফিল্ড সার্ভিসের মাধ্যমে এএনসি ও পিএনসি সেবা প্রদান অব্যাহত আছে। এখানে প্রাতিষ্ঠানিক নরমাল ডেলিভারির হার প্রায় ৫৪%।  এ উপজেলায় মাতৃমৃত্যু ও শিশুমৃত্যুর হার অনেকটা কম। এ উপজেলায় মাঠকর্মীদের মাধ্যমে জন্মের ০১ বছরের মধ্যে প্রায় ৯৯% শিশুকে টিকা প্রদান করা হয়ে থাকে। 

গত তিন  বছরে এ স্বাস্থ্য কমপ্লেক্সে বেশ কয়েকটি সেবা চালু  হয়েছে। এর মধ্যে এএনসি কর্ণার, পিএনসি কর্ণার, আইএমসি কর্ণার, এনসিডি কর্ণার, ফ্লু কর্ণার ও ব্রেস্ট ফিডিং কর্ণার, কিশোর-কিশোরীর স¦াস্থ্য-সেবা কর্ণার, স্যাম ম্যাম কর্ণার, জরায়ু ক্যান্সার স্ক্রিনিং টেষ্ট চালু করণ, কেএমসি কর্ণার চালু করণ, এক্স-রে মেশিন চালু করণ এবং আলট্রাসনোগ্রাম মেশিন চালুকরণ উল্লেখযোগ্য। বর্তমান প্রেক্ষাপটে করোনা ভাইরাস ও অন্যান্য সংক্রামক রোগের প্রাদুর্ভাবের কারণে রোগীদের সেবাকল্পে আইসোলেশন ওয়ার্ড চালু করা হয়েছে। করোনা ভ্যাকসিন প্রয়োগের জন্য কোভিড-১৯ ভ্যাকসিন কর্ণার  এবং ভ্যাকসিন প্রয়োগের পর পর্যবেক্ষণের জন্য অবজারভেশন রুম চালু করা  হয়েছে। এ ছাড়াও সর্বসাধারণের হাত ধোয়ার এরিয়া হাসপাতালের সম্মুখভাগে স্থাপন করা হয়েছে। এ উপজেলায় বন্যা/প্রাকৃতিক দুর্যোগকালীন সময়ে স্বাস্থ্য সেবা প্রদানের জন্য মেডিকেল টিমের মাধ্যমে স্বাস্থ্য সেবা প্রদান করা হয়।